Song : Amar Sonar Bangla
Singer : James
Lyrics & Tune : Price Mahmud

আমার সোনার বাংলা_লিরিক্স ঃ

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
জলে ভেজা কবিতায়,
আছো সোহরাওয়ার্দী, শেরেবাংলা
ভাসানীর শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।

তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের
একাক্তরের দিনগুলি,
তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ,
মুঠো মুঠো সোনার ধুলি।
তুমি তিরিশ কিংবা তার অধিক
লাখো শহীদের প্রাণ,
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,
ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে,
বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম,
সাত শ্রেষ্ঠ বীর।
তুমি সুরের পাখি আব্বাসের
দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা
পদ্মা নদীর টান।

তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
শাণিত ছুরির ধার।
তুমি জয়নুল আবেদীন,
এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর
নতুন দেখা সে ভোর।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মা গো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।

তুমি বিস্মৃত লগ্নমাধুরীর
জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম,
প্রথম ও শেষ ছোঁয়ায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা
জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।

তুমি একটি ফুলকে বাঁচাবো বলে
বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তি-সংগ্রামে
সোনা ঝরা সেই রোদ্দুর।
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার
অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি,
তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।

Amar Sonar Bangla_lyrics :

Tumi mishrito logno madhurir
Jole veja kobitay
Acho Sohrawardi, Sher-e-bangla,
Vasanir shesh icchay
Tumi bongo bondhur rokte agun jwala
Jwalamoyi se vashon
Tumi dhaner shishe mishe thaka
Shohid Jiyar shopon

Tumi chelehara ma, Jahanara Imamer
Ekattorer dinguli,
Tumi Josim Uddin er nokshi kathar math,
mutho mutho sonar dhuli
Tumi tirish kingba tar odhik
lakho shohider pran,
Tumi shohid minare provatferir
vai hara  ekusher gaan.

Amar sonar bangla
Ami tomay bhalobashi
Jonmo diyecho tumi maa go
Tai tomay valobashi
Amar praaner bangla
Ami tomay valobashi
Praner priyo maa toke
Boro beshi valobasi.

Tumi kobi Najrul er bidrohi kobita
Unnoto momo shir,
Tumi rokter kalite lekha naam
Saat shreshtho bir
Tumi surer pakhi Abbaser
Dorod vora sei gaan
Tumi Abdul Alim er sorbonasha
Padma nodir taan.

Tumi Sufia Kamal er kabbo vashay
Narir odhikar,
Tumi sadhin bangla betar kendrer
Shanito churir dhar
Tumi Joynul Abedin
S.M Sultan er rong tulir acor,
Shohidullah Kaysar, Munir Chowdhurir
Notun dekha se vor.

Amar sonar bangla
Ami tomay bhalobashi
Jonmo diyecho tumi maa go
Tai tomay valobashi
Amar praaner bangla
Ami tomay valobashi
Praner priyo maa toke
Boro beshi valobasi.

Tumi bismrito lognomadhurir
Jole veja kobitay,
Tumi Bangalir gorbo, Bangalir prem,
Prothom o sesh choyay,
Tumi bongo bondhur rokte agun jwala
Jwalamoyi se vashon
Tumi dhaner shishe mishe thaka
Shohid Jiyar shopon.

Tumi ekti fulke bacabo bole
Beje utho sumodhur,
Tumi raage onuraage, mukti-songrame
Sona jhora sei roddur
Tumi protiti pongu muktijhoddhar
Ovimaner songsar.
Tumi krondon, Tumi hasi,
Tumi jagroto shohid minar.

Amar sonar bangla
Ami tomay bhalobashi
Jonmo diyecho tumi maa go
Tai tomay valobashi
Amar praaner bangla
Ami tomay valobashi
Praner priyo maa toke
Boro beshi valobasi.