Dhusor Somoy_lyrics_Artcell


Song : Dhusor Somoy
Lyrics : Rumman Ahmed
Band : Artcell
Album : Oniket Prantor
Label : G Series

ধূসর সময়_লিরিক্স ঃ

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে..

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে,
জীবনের কাঁটাতারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়,
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়

তবু আমি
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে  স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে দুজনার শরীর মেশায়,
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে  স্বপ্নের প্রতিবিম্ব ভাঙ্গে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে দুজনার শরীর মেশায়। 

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে,
জীবনের কাঁটাতারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়,
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়

জীবনের কাঁটাতারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়,
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়


Dhusor Somoy_lyrics :


Nona swapne gora tomar smriti
Shoto ronge rangiye mitthe kono spondon
Alor niche je adhar khela kore
Se adhare shorir meshale..

Aj ami dhushor ki rongin somoye
Poth harai tomate
Jiboner katataare tumi 
Ontomiler opurnotay 
Bewarish ghuri ure jao onabil
Akasher shunnotay

Tobu ami
Ki khuji manusher bishader cokhe
Kothay alor utshobe swapner protibimbo vange
Eka eka ami thaki daraye
 Smritir jhoro batase dujonar shorir meshay
Ki khuji manusher bishader cokhe
Kothay alor utshobe swapner protibimbo vange
Eka eka ami thaki daraye
 Smritir jhoro batase dujonar shorir meshay

Aj ami dhushor ki rongin somoye
Poth harai tomate
Jiboner katataare tumi 
Ontomiler opurnotay 
Bewarish ghuri ure jao onabil
Akasher shunnotay

Jiboner katataare tumi 
Ontomiler opurnotay 
Bewarish ghuri ure jao onabil
Akasher shunnotay